Breaking News

টোটো চালকের অসুস্থ সন্তানের পাশে দাঁড়ালো শ্রমিক সংগঠন

 

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বরের  দেবাশীষ চক্রবর্তী নামে টোটো চালকের অসুস্থ সন্তানের পাশে দাঁড়ালো মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের অন্তর্গত টোটো চালক ইউনিয়ন। টোটো ইউনিয়নের তহবিল থেকে ১৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয় ঐ টোটো চালকের পরিবারের হাতে। শুক্রবার ওই আর্থিক সাহায্য তুলে দেন মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান ওরফে চিন্টু। 

জানা গেছে, ঐ টোটো চালকের ছয় বছরের সন্তান গত মাস দুয়েক ধরে কিডনির সমস্যায় ভুগছে। তাকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার জন্য প্রায় ৭০ হাজার টাকা প্রয়োজন রয়েছে। এই খবর জানতে পেরে শ্রমিক সংগঠনের সভাপতি বলেন, এলাকার টোটো চালকরা তাদের সব রকম নিরাপত্তা স্বার্থে শ্রমিক সংগঠনসহ টোটো চালক ইউনিয়নে নিজেদেরকে যোগদান করেছে। তাই তাদের বিপদে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব ও কর্তব্য। সেই কর্তব্যের খাতিরেই এদিন  মন্তেশ্বর এলাকার বিশিষ্ট সমাজসেবী নবকুপাল হাজরা, অমিতাভ ভান্ডারী, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ, উপপ্রধান রফিকুল ইসলাম, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী গ্রাম পঞ্চায়েত সদস্য পার্থ ঘোষ সকলের উপস্থিতিতে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান ও ব্লক শ্রমিক সংগঠনের সহ-সভাপতি অতনু সামন্ত ওই টোটো চালকের মায়ের হাতে আর্থিক নগদ ১৫ হাজার টাকা তুলে দেয়। ভবিষ্যতেও টোটো চালক ইউনিয়ন ও শ্রমিক সংগঠন তার সংগঠনের সদস্যদের পাশে থাকবে বলে জানান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান। এই ভাবে অসহায় পরিবারের পাশে থাকতে পেরে খুশি টোটো চালক ইউনিয়নের সদস্যরা।

About Burdwan Today

Check Also

ধর্মঘট প্রত্যাহার ব্যবসায়ীদের, বৃহস্পতিবার থেকে বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান

টুডে নিউজ সার্ভিসঃ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার। আলুর সঙ্কট কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *