মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বীরভূমে লাভপুরে দোল উৎসবে দোল খেলতে গিয়ে পুলিশের ইউনিফর্ম পড়ে অন ডিউটি অবস্থায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ-এর পায়ের রং দিয়ে প্রণাম করে বিতর্কে জড়ালেন পুলিশ কনস্টেবল। বীরভূম জেলা পরিষদের মেন্টর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ দোল উৎসবে মেতে ছিলেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে। সেই আনন্দের মাঝে কর্তব্যরত পুলিশ কনস্টেবল পুলিশের উর্দি পড়ে বিধায়কের পায়ে রং দিয়ে প্রণাম করেন। তিনি রাজ্য পুলিশের ১১ নম্বর ব্যাটেলিয়ান স্টেট আর্ম পুলিশ কর্মী বিশ্বজিৎ বিশ্বাস। সূত্র মারফত জানা যায় তিনি লাভপুর থানার কর্মরত। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বিস্তারিত জানতে নিচে লিংকে ক্লিক করুন : https://youtu.be/JHTaRUqU2cE
Social