পাপু লোহার, বুদবুদঃ রথযাত্রা উপলক্ষে শুক্রবার খুঁটি পূজার মাধ্যমে বুদবুদের আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা করা হলো। এবছর তাদের পুজো ৫০ বছরে পদার্পণ করল। বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর রথযাত্রা উপলক্ষে বিশেষ দিনে তারা খুঁটি পূজার মাধ্যমে পুজোর শুভারম্ভ করলেন। সুবর্ণ জয়ন্তী বছর তাই এবার বড় করে দুর্গাপূজার আয়োজন করা হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।
বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শুক্রবার রথযাত্রার শুভ দিনে, বুদবুদ আমরা ক জন স্পোর্টিং ক্লাব পরিচালিত বুদবুদ গ্রাম সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাঁদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবছরের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করল। এবছর তাদের পুজোর বাজেট আনুমানিক ২৫ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক অরূপ কুণ্ডু পুজোর আয়োজন বিষয় বলেন, এবারের পুজোর থিম কর্ণাটক রাজ্যের অন্তর্গত ‘বিরুপাক্ষ মন্দির।’ এটি মূলত শিব ও পার্বতীর মন্দির। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে আকর্ষণীয় দুর্গা প্রতিমা৷ থাকছে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা। এ ছাড়াও দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান সমাজসেবামূলক কর্মসূচি রাখা হয়েছে।
এদিনের দুর্গোৎসবের খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাবের সকল সদস্য-সদস্যরা এবং এলাকার বাসিন্দাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।