টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একদিকে পবিত্র রমজান মাস, আর অন্যদিকে রামনবমী উৎসব, মূলত হিন্দু মুসলিম এক সঙ্গে একত্রিত হয়ে রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন দুই সম্প্রদায়ের মানুষ। এদিনের শোভাযাত্রার একদিকের সারিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ, অন্যদিকের সারিতে ছিলেন হিন্দু সম্প্রদায়ের ভক্তরা। কার্যতঃ এই শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল বর্ধমানে।
এদিন বর্ধমানের ৩ নম্বর ওয়ার্ডের মেহেদীবাগান থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয়, সমগ্র পরিচালনায় ছিলেন আইএনটিটিইউসি-র প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ ও মেহেদীবাগান রাম নবমী কমিটি এবং এদিনের এই শোভাযাত্রায় পা মেলান বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ আরও অনেকে। এই শোভাযাত্রা শুরু হয় মেহেদীবাগান দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে এবং কার্জন গেট কাছারি রোডে এসে মুসলিম ভাইদের জন্য রামনবমী কমিটি ইফতার পার্টির ব্যবস্থা করেন।