টুডে নিউজ সার্ভিসঃ ভারত সরকারের মতো ১ টাকা ২ টাকা করে নয়, এক ধাক্কায় লিটার প্রতি বাংলাদেশে দাম বাড়ালো পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম বাড়াল ৪৪ টাকা। আগে এক লিটার পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা। এখন তা বেড়ে ১৩০ টাকা হয়েছে।
পাশাপাশি লিটার প্রতি ডিজেল এবং অকটেনের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ টাকা এবং ৪৬ টাকা। এর আগে এক লিটার ডিজেলের দাম ছিল ৮০ টাকা। অকটেন ছিল ৮৯ টাকা।
জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গত ছয় মাসে ৮ হাজার ১৪ কোটি টাকার বেশি লোকসান করেছে।