Breaking News

পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রাথমিক তদন্তে অনুমান বনদপ্তরের

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সাতসকালে একটি পুর্নবয়স্ক হাতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের পিড়রাগড়্যা এলাকায় আগের দিন রাতে একটি পুর্নবয়স্ক দাঁতালের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে বন দপ্তরের অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। 

 বাঁকুড়ার বেলিয়াতোড়ের রেঞ্জের পিড়রাগড়্যা গ্রাম লাগোয়া জঙ্গলে বেশ কয়েকদিন ধরে দুটি হাতি রয়েছে। শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ায় জঙ্গলে হাতি গুলির পর্যাপ্ত খাবার নেই। সে কারনে মাঝে মধ্যেই হাতি গুলি বিক্ষিপ্তভাবে হানা দেয় পার্শ্ববর্তী গ্রামগুলিতে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম লাগোয়া ফসলের ক্ষেতে খাবারের সন্ধানে এসে মারা যায় হাতিটি। রাতে বিকট আর্তনাদের শব্দ পেয়ে গ্রামবাসীরা গ্রাম লাগোয়া ফসলের ক্ষেতে হাজির হয়ে দেখেন হাতিটি মারা গেছে। হাতিটির মৃতদেহ যেখানে পড়েছিল ঠিক তার উপরেই হাইটেনশন বিদ্যুৎবাহী তার রয়েছে। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বনদপ্তরের আধিকারিকদের সন্দেহ বিদ্যুতের তারে কোনভাবেই বিদ্যু্ৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। হাতি মৃত্যুর সঠিক কারণ জানতে হাতির মৃতদেহটি ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন বনদপ্তর আধিকারিকরা। এদিকে হাতি দিনের-পর-দিন এলাকায় ক্ষয়ক্ষতি চালালেও হাতির অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই মন খারাপ পিড়রাগড়্যা গ্রামের মানুষের।

About Burdwan Today

Check Also

ভাষাহীনদের মাঝে ভাষা খোঁজার চেষ্টা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষ্যে ভাষাহীনদের ভাষা খোঁজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *