টুডে নিউজ সার্ভিস, পূর্বস্থলীঃ শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা আর উচ্চমাধ্যমিক প্রথম পরীক্ষার শেষে পারুলডাঙ্গা নসরতপুর উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন স্বপনবাবু বলেন, পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৩টি হোম সেন্টারে প্রায় তিন হাজারের উপর ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাদের শুভেচ্ছা জানাতেই হাজির হয়েছিলাম। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
Check Also
সাপের কামড়েও হারায়নি মনোবল, হাসপাতালে বসেই পরীক্ষা দিলো মাধ্যমিক পরীক্ষার্থী
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে মনোবল হারায়নি পূর্ব বর্ধমানের …