রাহুল রায়, কাটোয়াঃ শনিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামের পূর্বপাড়ায়। দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, গ্ৰাম কমিটির সভা,পতি চিরঞ্জীব রায়, তৃণমূল কর্মী সুরজিৎ সাঁই সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান হাজির হয়েছিল তৃণমূলের কর্মী ও এলাকার মানুষেরা। এদিন পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত নিজের গ্ৰামের মানুষদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন। তিনি জানান, তৃণমূল সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে গত বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট না দিয়ে সিপিএমকে ভোট দেয় এলাকার মানুষেরা। সামনেই পঞ্চায়েত ভোট পূর্বপাড়ার মানুষেরা কোনো বিরোধী দলের ভুল কথা শুনে কোনো দলেকে ভোট না দেওয়া হয়। ভোটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় একথা বললেন তিনি।
কর্মী সুরজিৎ সাঁই জানান, নন্দীগ্রামের পূর্বপাড়া নিয়েই সিপিএমের রাজনৈতিক শুরু হয়। ৩৪ বছরে সিপিএম সরকার তাকার সময়ে পূর্বপাড়ার রাস্তা পাকা হয়নি, বর্তমানে তৃণমূল সরকার আসার পর এই পূর্বপাড়া রাস্তা ঢালাই করা হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় পূর্বপাড়া থেকে কোনো মানুষ যেন সিপিএমের ফাঁদে পা না দিয়ে ভোটা যেন তৃণমূলকে দেওয়া হয়।
Social