টুডে নিউজ সার্ভিসঃ কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। আগামী শুক্রবার অর্থাৎ ২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, দিল্লি থেকে বিশেষ আধিকারিকরা আসছেন তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করতে।
২৯ আগস্ট মেয়ো রোডে তৃণমূলের ছাত্র সমাবেশের ২৪ ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। যদিও ঐদিন মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, পঞ্চায়েত ভোটের আগে জেলে ভরার চক্রান্ত চলছে। ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য সবাইকে গ্রেফতারির চক্রান্ত চলছে। এইতো আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা দিয়েছে, এবার হয়তো ওকে কোনো এক সংস্থা নোটিশ ধরাবে। তিনি আরও বলেন, অভিষেককে তো আগেও দুবার নোটিশ ধরিয়েছে, এমনকি নোটিশ ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এবার তো মনে হচ্ছে ওর দু’বছরের ছেলেকেও নোটিশ ধরাবে।
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সভা থেকে বলেন, ২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হল। কেন ২২ জুলাই? ২৩, ২৪ বা ২৫ জুলাই নয় কেন? এই যে আজকে এত বড় সমাবেশ, লিখে রাখুন, ৪-৫ দিনের মধ্যে আবার কিছু একটা ঘটবে!
আর সেই আশঙ্কা সত্যি করে ইডি তলব করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই।
Social