অমিত মুখার্জি, কেতুগ্রামঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত ‘কোমরপুর’ গ্রামের বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। রবিবার ১মে ঐতিহাসিক ‘মে দিবস’ এবং কৃষক সভার ৮৬তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেতুগ্রাম এক নম্বর এবং কেতুগ্রাম দুই নম্বর ব্লক কৃষক কমিটির উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন।
এলাকার অনেক পুরুষদের পাশাপাশি মহিলারাও এই মহতী রক্তদান শিবিরে এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। কেতুগ্রামের ‘খলিপুর’ গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তোরণ শেখ এই নিয়ে এদিন মোট ৮৪তম বার রক্তদান করলেন এই রক্তদান শিবিরে।
প্রচণ্ড গ্রীষ্মের এই দাবদাহে চারদিকে যখন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তখন এই মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
Social