পাপু লোহার, কাঁকসাঃ সারাদেশে মহা ধুমধামে পালিত হচ্ছে রামনবমী উৎসব। সেই মত এবছরও মহা ধুমধামে পানাগড় রামনবমী মহোৎসব সমিতি পক্ষ থেকে রামনবমী উপলক্ষে পানাগড় বাজারের রণডিহা মোড় থেকে শোভাযাত্রা বের হয়। এদিন শোভাযাত্রায় বেশ কয়েকটি রাম ও তার ভক্ত হনুমানের সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে শোভাযাত্রা বের করেন রামনবমী পুজো কমিটির সদস্যরা। এই শোভাযাত্রায় পানাগড়ের বাসিন্দারা ছাড়াও শোভাযাত্রায় অংশ নেন কাঁকসার বিভিন্ন প্রান্তের মানুষেরা। এদিনের শোভাযাত্রায় নজর কাড়ে ঐতিহ্যপূর্ণ লাঠি খেলা। এই রাম নবমীর শোভাযাত্রা পুরুষদের পাশাপাশি মহিলারা অংশগ্রহণ করে। পাশাপাশি শোভাযাত্রায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রতিটি মোড়ে মোড়ে কড়া নজরদারিতে মোতায়েন ছিলেন কাঁকসা থানা পুলিশ কর্মীরা। এছাড়াও শোভাযাত্রায় ড্রোনের দ্বারা নজরদারি চালানো হয়। এদিন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাঁকসা এসিপি ও ট্রাফিক পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
রনডিহা মোড় থেকে শোভাযাত্রা শুরু করে পানাগড়ের দার্জিলিং মোড় ঘুরে রনডিহা মোড়ে শোভাযাত্রা শেষ হয়। এদিন শোভাযাত্রা উপলক্ষে পানাগড় বাজারের বিভিন্ন প্রান্তের শোভাযাত্রায় অংশগ্রহণ করা ভক্তদের জন্য শরবত, ছোলা ও মিষ্টির ব্যবস্থা করা হয়। পানাগড় রামনবমী মহোৎসব সমিতির সভাপতি নগেন্দ্র কুমার সিং জানিয়েছেন, বিগত দু’বছর ধরে করোনার প্রকোপ থাকার জন্য বিশেষভাবে শোভাযাত্রা বের করা হয়নি। এবছর করোনার প্রকোপ কম থাকার কারণে শোভাযাত্রা বের করা হয় এবং এলাকার মানুষ রামনবমীর এই শোভাযাত্রায় মেতে ওঠেন। গত ৩৫ বছর ধরে পানাগড়বাসী রামনবমী উৎসব পালন করে আসছে।
Social