মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ দক্ষিণবঙ্গের জলের হাহাকার থাকলেও, গত দুদিন ধরে বেশ কিছুটা বৃষ্টি হওয়ায় অজয় নদীর জল স্তর বেড়েছে। ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় অজয় নদীর উপর বালির বস্তা দিয়ে তৈরি অস্থায়ী সেতু ঝুঁকির মুখে। যেকোনো সময়ে ভেঙ্গে যেতে পারে এই সেতু। তাই ইলামবাজার থানা ও জয়দেব কেন্দুলি পুলিশ আউট পোস্টের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় আটকে দেওয়া হয়েছে দুই পাড়ের যাত্রীসাধারণকে।
এদিন সকালের দিকে জল বাড়তেই জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত তার ফোর্স নিয়ে পুরোপুরি সিল করে দেন সেতুর উপর যাতায়াত। তিনি জানান যেভাবে জলস্তর বেড়েছে যে কোনো সময়ে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় বিছিন্ন হয়ে যেতে পারে। তাই ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করতেই তিনি কড়া ব্যবস্থা নিয়েছেন এবং নজরদারি রাখছেন।
জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনমুন লাহা জানান, হঠাৎই অজয়ের জল বেড়েছে সেই খবর জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এই সেতু ভেঙ্গে গেলে বীরভূমের কমবেশি ৫০০ থেকে হাজার লোক কর্মহীন হয়ে পড়বেন। তবে জল বেশি থাকলে ফেরি চলাচল শুরু হবে।
Social