Breaking News

৬৯৩ পেয়ে মাধ্যমিকে প্রথম স্থানে বর্ধমানের রৌণক ও বাঁকুড়ার অর্ণব

 

টুডে নিউজ সার্ভিসঃ শুক্রবার প্রকাশিত হলো ২০২২-এর মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের ফলাফলে এবারও জেলায় জয়জয়কার। এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন দুজন, বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই ও বর্ধমানের সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩।

দ্বিতীয়- কৌশিকী সরকার, রৌণক মণ্ডল।

তৃতীয়-অনন্যা দাশগুপ্ত।

চতুর্থ- অভীক দাস, অভিষেক গুপ্ত, শ্রুতর্ষি ত্রিপাঠী (কলকাতা)‌‌।

পঞ্চম- দেবদত্ত কুণ্ডু, সুরজিৎ সাহা, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, পৌলমী বেরা।

ষষ্ঠ- নিরুপম দাস, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, প্রতীক মাইতি।

সপ্তম- অনন্য দেব, শ্রীজিতা মজুমদার, সৌগত ঘোষ, জ্যোতির্ময় মণ্ডল, সোহম নায়েক, রনিত সাউ, শাশ্বত সেন, সিঞ্চন দত্ত

অষ্টম (২২)-  রনি বর্মন, অরুণিমা সিকদার, ব্রাত্য বসু, বৃষ্টি পাল, সৌম্যদিপ্ত কোনার, মৃত্যুঞ্জয় মণ্ডল, মধুরিমা দে, সৌমাল্য নিয়োগী, দেবমাল্য নিয়োগী, শ্রেয়সী ভুঁইয়া, অনিমেষ লায়েক, অভ্র চট্টোপাধ্যায়, ঈশিতা সামন্ত, অনিশ ঘড়াই, সায়ন দেবনাথ, শাশ্বত নাইয়া, সোহম পাল।

নবম (১৫)- বিশ্বজিৎ মণ্ডল, স্বরূপ কর্মকার, সৌরভ দে, অঙ্কুর ঘোষ, সাহেব দাস, সূরয ঘোষ, পার্থিব কোটাল, দ্বৈপায়ন সাহা, পায়েল দাস।

দশম (৪০)- সমৃদ্ধি দে, বিতান চক্রবর্তী, রূপম কর্মকার, অমৃতাভ পাল, রিফা তামান্না, প্রত্যুষা কুণ্ডু, সৌমিক ধাওয়াই, মহম্মদ শামিক, সৌনক বন্দ্যোপাধ্যায়, শেখ আজহার, অঙ্কন ঘোষ, নীলাদ্রি মণ্ডল, সোহম কোনার, সানন্দা রায়, আফরিন খাতুন, সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, সৌম্য মণ্ডল, অয়ন কুমার পাল, অরিত্র মণ্ডল, অনুষ্কা পাহাড়ি, প্রত্যুষা মিত্র, অর্ঘদীপ মাইতি, সৌম্যদীপ গিরি, সৌনক প্রামানিক, আলেখ্য বর, তনিষ্ঠা দাস, সৌম্যদীপ সেন, অশোক বিশ্বাস।

এ বছর পাশের হার ৮৬.০৬ শতাংশ। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 

About Burdwan Today

Check Also

সরস্বতী পুজোয় বিপত্তি, প্রদীপের আগুনে ঝলসে মৃত্যু মহিলার

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বিপত্তি, প্রদীপের শিখার আগুন শাড়িতে লেগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *