টুডে নিউজ সার্ভিস, আসানসোলঃ পুরসভা নির্বাচনের দিন সাতসকালে উত্তেজনা ছড়াল আসানসোলে। পুলিশের গাড়িতে লাগানো রয়েছে তৃণমূল প্রার্থীর নামের স্টিকার। আসানসোল পৌর নির্বাচনের দিন শনিবার সকালে ৫১ নম্বর ওয়ার্ডে এই ছবি দেখা গিয়েছে। চেলিডাঙ্গা হাই স্কুল -এর ভোটকেন্দ্রে একটি পুলিশের গাড়িতে এক দলীয় প্রার্থীর স্টিকার লাগানো থাকতে দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
বিরোধী রাজনৈতিক দল ও ভোটদাতারা প্রশ্ন তুলছে পুলিশের গাড়িতে স্টিকার লাগানো থাকা নিয়ে। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।