বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ পঞ্চাশ হাজার প্রদীপ জ্বালিয়ে মায়াপুর ইসকন মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা দিবস গোল্ডেন জুবলি পালন করা হলো নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। গত ২ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসকন মন্দির প্রাঙ্গণে পালন করা হচ্ছে মন্দিরের গোল্ডেন জুবলির অনুষ্ঠান। পঞ্চম দিনের শেষ লগ্নে শনিবার রাতে মন্দির প্রাঙ্গণে ৫০০০০ প্রদীপ জ্বালিয়ে ও হাতি পরিক্রমার মধ্য দিয়ে বিশেষ এই দিনটিকে পালন করা হয়।
এছাড়াও আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে রবিবার ভোরে দুটি ভাগে বিভক্ত হয়ে ৭২ ক্রোশ নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে ইসকনের পক্ষ থেকে। এছাড়াও আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত একাধিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী চৈতন্য দেবের ৫৩৬তম আবির্ভাব অনুষ্ঠান পালিত হবে ইসকন মন্দির প্রাঙ্গণে।
Social