দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনগুলির যৌথ মঞ্চের উদ্যোগে ৩০ দফা দাবি নিয়ে ইন্দাসের বিডিওকে মঙ্গলবার ডেপুটেশন দিল সিপিআইএম কর্মীরা। এ দিন তারা ইন্দাস পার্টি অফিস থেকে একটি মিছিল করে ইন্দাস বিডিও অফিসের সামনে জমায়েত হন এবং সেখানে তাদের দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন। মূলত তাদের দাবি, সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ দিতে হবে এবং যে সমস্ত ১০০ দিনের কাজের শ্রমিকদের বেতন বাকি রয়েছে অবিলম্বে তাদের সেই বেতন দেওয়ার সুবন্দোবস্ত করতে হবে, সকল সাধারণ মানুষদের সরকারি ঘর দিতে হবে। এই ধরনের ৩০ দফা দাবি নিয়ে ইন্দাস বিডিওকে তারা ডেপুটেশন দিলেন। এদিন তাদের একটি প্রতিনিধি দল দাবি-দাওয়ার সম্বলিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেন। ডেপুটেশন কর্মসূচিতে কয়েকশো সিপিআইএম কর্মী-সমর্থক অংশগ্রহণ করেছিলেন।
এদিন সিপিআইএম নেতা অসীম দাস জানান, আমাদের এই দাবি-দাওয়া না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামাবো।
Social