আশীষ দত্ত, বর্ধমানঃ গত কয়েকদিনে পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভা এলাকায় মারা গেছে শতাধিকের ওপর পথ কুকুর। মৃত্যুর কারণ জানতে জেলা থেকে প্রাণিসম্পদ দপ্তরের বিশেষ প্রতিনিধিদন কালনা শহরের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে অসুস্থ পথ কুকুরদের রক্তের নমুনা এবং সেই সঙ্গে মৃত কুকুরদেরও নমুনা সংগ্রহ করলেন তারা।
প্রতিনিধি দলে আসা এক আধিকারিক তিনি বলেন, মৃত্যুর কারণ এবং প্রাথমিকভাবে সিমটমস দেখে মনে হচ্ছে এটি ডিসটেম্পার অসুখ। যা একটি কুকুর থেকে আর একটি কুকুরে ছড়িয়ে পড়ে, আর সেই কারণেই কুকুরের মৃত্যু ঘটছে।
কালনার উপ পৌরপতি তপন পোড়েল-এর দেওয়া হিসাব অনুযায়ী প্রায় তিন শতাধিকের উপর কালনা শহরে পথ কুকুর মারা গেছে গত বেশ কয়েকদিনে। পৌরসভার তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থার আশ্বাস নেয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ওই প্রতিনিধি দলেরও তরফ থেকেও সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Social