জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বকেয়া ইন্সেন্টিভের টাকা অবিলম্বে প্রদান, নির্ধারিত ভাতা বৃদ্ধি করা, আশা কর্মীদের নিজেদের দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে না দেওয়া, সহ ১৩ দফা দাবিতে বুধবার মন্তেশ্বর ব্লক কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবস্থান কর্মবিরতি কর্মসূচি নেওয়া হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন মন্তেশ্বর ব্লক কমিটির পক্ষ থেকে।
পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র অফিস থেকে বৃষ্টির মধ্য দিও একটি মিছিল বার করে মন্তেশ্বর বাজার কামারশাল মোড় হয়ে মিছিলটি গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে স্বাস্থ্য কেন্দ্রে এসে শেষ করেন।
সংগঠনের পক্ষে কাকলি বন্দ্যোপাধ্যায়, সাহিদা খাতুন, গুলসনা মল্লিক, সুতপা হাজরা, চায়না দাস-রা বলেন, স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো সত্ত্বেও আশা কর্মীদের উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না। সেই মর্যাদা আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
Social