১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ, পড়ুয়াদের দেওয়া হলো কোর্বেভ্যাক্স

Burdwan Today
1 Min Read

 

পাপু লোহার, কাঁকসাঃ স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়গুলিতে শুরু হলো ১২ থেকে ১৪ বছর বয়সী দের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। শুক্রবার সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ১২থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায়। এদিন সকালে কাঁকসা উচ্চ বিদ্যালয়ের ৩৫০ জনকে কোর্বেভ্যাক্সের টিকা দেওয়া হয়।

কাঁকসা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবকদের। কারণ ইতিমধ্যেই বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়ে গেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়নি। আজ থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় ছাত্রছাত্রীরা নিশ্চিন্তে নির্ভয়ে বিদ্যালয় প্রবেশ করে পঠন-পাঠন শুরু করতে পারবে।

কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল নন্দি জানিয়েছেন, ৩৫০ জনকে আজ ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার ফলে বিদ্যালয়ের পঠন-পাঠনে আরও জোর বাড়বে। পাশপাশি অভিভাবকেরাও যেমন নিশ্চিন্তে থাকবে এবং ছাত্র-ছাত্রীরাও নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে।

বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন : https://youtu.be/jKzBQ3xY3ng

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *