সমীর দাস, কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কলকাতা কর্পোরেশন ১০৫ নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পৌরমাতা সুশীলা মন্ডলের উদ্যোগে “বসে আঁকো প্রতিযোগিতা” অনুষ্ঠিত হলো তারাপীঠ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন যাদবপুর বিধানসভার বিধায়ক দেবব্রত মজুমদার, এছাড়া উপস্থিত ছিলেন ১০৫ নম্বর ওয়ার্ড সভাপতি তরুণ মন্ডল, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম দাস, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মামনি দেবনাথ ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এই বসে আঁকো প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৬৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন, উক্ত প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন।
Social