পাপু লোহার, কাঁকসাঃ ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সোমবার সকালে কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কিসান ক্ষেতমজুর সংগঠনের যৌথ উদ্যোগে কাঁকসার শ্রীলামপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিন কাঁকসার শ্রীলামপুর হনুমান মন্দির থেকে মিছিল শুরু করে শ্রীলামপুরের কলতলা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার কিসান ক্ষেতমজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, কাঁকসা ব্লকের যুব তৃণমূল সভাপতি কুলদীপ সরকার, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌরঙ্গ ঘোষ, আমলা জোড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিম আলী মীর, সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় তৃণমূলের।বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে, ১০০ দিনের কাজের টাকা এখনও বকেয়া রেখেছে। এখনও বহু মানুষ ১০০ দিনের কাজ করে তারা তাদের প্রাপ্য টাকা পাইনি। তাই ১০০ দিনের শ্রমিকদের বকেয়া কাজের টাকার দাবিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কর্মীরা পথে নেমেছে এবং প্রতিবাদ জানাচ্ছি।
অন্যদিকে, কাঁকসার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখার্জির নেতৃত্বে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের রাজবান বাস স্ট্যান্ড থেকে রাজবান স্টেশন পর্যন্ত একটি মিছিল হয়, এ দিনের মিছিলে এলাকার সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় নামে, এদিনের মিছিলে অংশ নেন কাঁকসা আমলাজোরা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মিহির মণ্ডল। বিকালেও অশোক মুখার্জী ও মিহির মণ্ডল-এর নেতৃত্বে গোপালপুর গ্রামে এক মহামিছিল অনুষ্ঠিত হয়।