দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ লোকালয়ের মধ্যে পুলিশের গাড়ি ও হেলমেট আটকানোকে কেন্দ্র করে তৃণমূলের ব্লক সভাপতির সাথে বচসা। ঘটনা বাঁকুড়ার জয়পুরে। জানা যায়, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি চলছে রাজ্যজুড়ে সেইমতো এলাকার মানুষকে হেলমেট পড়ে বাইক চালানো কথা বলছেন এবং ট্র্যাফিক আইন ভাঙতে দেখলেই কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
বুধবার জয়পুর লোকাল বাজারের মধ্যে মোটরবাইক আটকে চলে জরিমানা। তবে পুলিশের লোকালয়ের মধ্যে গাড়ি আটকে জরিমানা করা এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না অনেকে।
এদিন তৃণমূলের ব্লক সভাপতি ইয়ামিন শেখ বাড়ি থেকে আসার পথে জয়পুর অহলাবায় দু’নম্বর রাজ্য সড়ক জয়পুর ময়নাপুর রোডের উপর পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন তৃণমূল নেতা ইয়ামিন শেখ। সেই কারণেই পুলিশ তাঁর দুই চাকা বাইকটি আটকে দেয় এবং হেলমেট না থাকার কারণে একধারে গাড়িটি দাঁড় করিয়ে রাখে। তারপরেই তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন উভয় পক্ষই।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাতে দেখা গিয়েছে ব্লক সভাপতি বলছেন, “কেন পুলিশ এলাকার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, পুলিশ হেলমেট ছাড়া বাইক ধরুক তবে লোকালয়ে নয়।”
Social