টুডে নিউজ সার্ভিস, দক্ষিণ দিনাজপুরঃ “হিলি মেইল ডাকাতি” (১৯৩৩) যেটি একটি অন্যতম স্বদেশী ডাকাতি এ বছর ৮৯ বছর পূর্ণ হল। মূলতঃ সে সময় বিপ্লবীরা ইন্টার প্রভেনশিয়াল মামলা সহ অন্যান্য খরচ চালাবার জন্যই এই স্বদেশী ডাকাতিগুলো করত।
জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে এইসব আঞ্চলিক স্বদেশী ডাকাতিগুলো গুরুত্ব কম পেলেও এ কথা অস্বীকার করবার কোন উপায় নেই যে অখন্ড দিনাজপুরের স্বাধীনতা সংগ্রামে হিলি মেইল ডাকাতি ছিল একটি উল্লেখযোগ্য মাইলস্টোন যা গুপ্ত ‘অনুশীলন’, ‘যুগান্তর’, ‘ব্রতী’, ও ‘বেঙ্গল ভলেন্টিয়ার্স’ এর তরুণ তরুণীদের নতুন উৎসাহ ও উদ্দীপনা জুগিয়ে ছিল।
অবহেলা ,অনাদর, ডাকাত (বৃটিশদের চোখে)- এর তকমা জুটলেও দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এইসব তরুণ তরুণীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ রক্ষায় নিবেদিত বিপ্লবী, বীরাঙ্গনাদের জন্য রইলো শ্রদ্ধা।