টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শ্রীরামপুর পঞ্চায়েতের প্রায় নয় লক্ষ টাকা আর্থিক সহায়তায় শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে তৈরি হয়েছে এই পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প। এতে সুবিধা পাবেন হাসপাতালে আসা রোগী থেকে রোগীর আত্মীয় পরিজনরা। আর সেই প্রকল্পের উদ্বোধনে এদিন হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন বিডিও দেবব্রত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক, বিএমওএইচ নওমান শেখ সহ বিশিষ্টজনরা।
এদিন মন্ত্রীর স্বপনবাবু বলেন, নয় লক্ষ টাকা ব্যয়ে চালু আজ থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি এদিন তিনি বলেন, এই হসপিটালে ব্লাড স্টোরেজ ইউনিটের কাজও শেষ পর্যায়ে, আর খুব শীঘ্রই একশো বেডের হসপিটাল এবং পাবলিক হেলথ ইউনিটের কাজও শুরু হবে বলে জানান স্বপন বাবু।
Social