জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের ২২তম পুটশুরী কৃষি স্বাস্থ্য ও সার্বিক শিক্ষা সচেতন মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান জেলার ব্লাড ব্যাংক গুলিতে যে রক্ত সংকট দেখা দিয়েছে ও থ্যালাসিমিয়া রুগীদের সাহায্যতে জন্য এই রক্তদান শিবির আয়োজন।
মেলা কমিটির উদ্যোক্তা তথা রক্তদান শিবিরে উদ্যোক্তা সত্যেন্দ্রনাথ দত্ত জানান, সম্প্রীতির বার্তা বহন করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বেশিরভাগ মহিলা সহ পুরুষরা মিলিত হয়ে মোট ৭২ জন রক্তদাতা রক্তদান করেন। এই সংগৃহিত রক্ত বর্ধমান শিব শংকর সেবা সমিতির ব্লাড ব্যাংকের হাত তুলে দেওয়া হয়, যাতে থ্যালাসিমা আক্রান্ত রুগীরা সহ অন্যান্য মুমূর্ষ রোগীদের যাতে উপকার হয় সেই জন্য স্বেচ্ছায় রক্ত দান শিবির করা হয়।
উদ্যোক্তারা আরও জানান ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহ করার জন্য তাদের হাতে একটি ব্যাগ ও একটি করে সার্টিফিকেট তুলে দেন উদ্যোক্তারা।