টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ স্বাধীনতা দিবসে মিলল স্বাধীনতা, সংশোধনাগার থেকে মুক্তি পেল ২০ জন কয়েদি। মঙ্গলবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ২০ জন সাজা প্রাপ্ত কয়েদি ছাড়া পেল।
সোমবার দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রদীপ মজুমদার সংশোধনাগারে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। একদিকে যেমন জাতীয় পতাকা তোলা হয় সঙ্গে সঙ্গে ২০ জন সাজা প্রাপ্ত কয়েদিকে ছাড়া হয়।