টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনা ১ নম্বর ব্লকের কাঁকুরিয়া, সিমলন, সুলতানপুর সহ বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী দ্বারা তৈরি স্কুল ইউনিফর্ম তৈরি প্রশিক্ষণ শিবিরে হাজির হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে স্কুল ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে, আর হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার পর তারাই শুরু করেছে স্কুল ইউনিফর্ম তৈরির কাজ। এদিন বৃহস্পতিবার কালনা এক নম্বর ব্লকের বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা স্কুল ইউনিফর্ম প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, কালনা এক নম্বর ব্লকের বিডিও সেবান্তি বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। এ দিন বৃহস্পতিবার আটঘরিয়া সিমরন কাকুরিয়া সুলতানপুর এলাকায় স্কুল ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ শিবিরগুলিতে হাজির হন মন্ত্রী স্বপনবাবু তিনি। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা কাজের সাথে যুক্ত তাদেরকে উৎসাহ প্রদান করেন তিনি।
Social