দেবজিৎ দত্ত, বাঁকুড়া: বাঁকুড়ার ছাতনার একাটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানাতে গত ৪ দিন ধরে চলছে শ্রমিকদের বিক্ষোভ। শ্রমিকদের একাংশ জানান, স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ কর্মচারীদের সাথে কোনো আলোচনা না করে কারখানার গেটের সামনে নোটিশ টাঙিয়ে দেয়। কারখানার ভেতরে অন্যান্য শ্রমিক কাজ করছে শুধুমাত্র ইউনিয়নের শ্রমিকদের কাজ বন্ধ আছে।
এই বিষয়ে তারা আরও জানান, আমরা চাই অবিলম্বে কাজ ফিরিয়ে দিক কারখানা কর্তৃপক্ষ এবং পিএফ অবিলম্বে মিটিয়ে দিক তাছাড়াও সময় মতন আমাদের বেতন দিতে হবে তা না হলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। তবে এই সমস্যার কথা নিয়ে সংবাদমাধ্যম কারখানা কর্তৃপক্ষের কাছে ফোনে যোগাযোগ করলে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
Social