স্থায়ী আশ্রম কমিটির বিশেষ সভা

Burdwan Today
1 Min Read

  

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ কবি জয়দেব মহাপুণ্য ধামে স্থায়ী আশ্রম কমিটির একটি বিশেষ সভা ডাকা হয় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। এই সভায় উপস্থিত ছিলেন স্থায়ী আশ্রম কমিটির সেক্রেটারি মাধবানন্দ ব্রহ্মচারী, উপস্থিত ছিলেন স্থায়ী আশ্রম কমিটির প্রেসিডেন্ট গোপাল ব্রহ্মচারী সহ স্থায়ী আশ্রম কমিটির প্রত্যেক সদস্য গণ। এদিন কমবেশি ৬৮টি আশ্রম মিলিত হয়ে এই আশ্রম কমিটি গঠিত হয়েছে। 

এই কমিটির মূল উদ্দেশ্য সম্পর্কে আশ্রম কমিটির  অন্যতম সদস্য তথা মনের মানুষ আশ্রমের কর্মকর্তা তন্ময় বাউল ওরফে বাপি জানান, লালন ফকিরের ১৩২তম প্রয়াণ দিবস উপলক্ষে এই বিশেষ দিনে তারা স্থায়ী আশ্রম কমিটির সভা ডেকেছেন। এর মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, আশ্রম কমিটির সুখ-সুবিধা সুখে-দুঃখে আপদে-বিপদে একে অপরের পাশে থাকার জন্য এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক ও ক্রিয়া-কলাপ উন্নয়ন কাজে স্বেচ্ছাশ্রমে ঝাপিয়ে পড়ার জন্য আশ্রম কমিটির বিশেষ গুরুত্ব থাকবে বলে তিনি জানিয়েছেন। 

জয়দেব কেন্দুলি স্থায়ী আশ্রম কাঙ্গাল পেপার আশ্রমের পক্ষ থেকে তপন চ্যাটার্জি জানান, একটি আশ্রম আরেকটি আশ্রমের পাশে দাঁড়াতেই তাদের এই আশ্রম কমিটি গঠন করার মূল উদ্দেশ্য। এছাড়াও সমাজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা সেবামূলক কাজে তারা একত্রিত ভাবে নিজেদের নিয়োজিত করতে পারে সেটাও একটা আসল কারণ বলে অভিহিত করেছেন। বিভিন্ন রকমের বাউল, কীর্তন ও সামাজিক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সভাটি সম্পন্ন হল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *