পাপু লোহার, পানাগড়ঃ পানাগড়ের রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা হঠাৎ অসুস্থ বোধ করতেই তাদের তড়িঘড়ি পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ ছাত্রছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও এক ছাত্রী গুরুতর অসুস্থ বোধ করলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ৪ জন পড়ুয়া তার কিছুক্ষণের মধ্যে প্রায় ৪০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ, বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি আব্দুল আলম, কাঁকসার ট্রাফিক গার্ডের আধিকারিকেরা, সহ কাঁকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দোপাধ্যায়। বিদ্যালয়ে কাঁকসা থানার পুলিশ কর্মীরা পৌঁছে তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের পুলিশের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। রীতিমতো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় তারা।
হাসপাতাল সূত্রের খবর, প্রচন্ড গরমের কারণে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। এর পাশাপাশি কিছু ছাত্র-ছাত্রী আতঙ্কেও অসুস্থ হয়ে পড়ছে।
Social