টুডে নিউজ সার্ভিসঃ সুরের জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। জানা যায়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মঙ্গলবারের সন্ধ্যায় প্রয়াত হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর কয়েক ঘন্টার মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন বাপি লাহিড়ীও। শোকের ছায়া নেমে সংগীত জগতে।