Breaking News

সিবিআই হেফাজতে বগটুইয়ের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু

 

টুডে নিউজ সার্ভিসঃ রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সোমবার রহস্য মৃত্যু হয় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। এই মাসের শুরুতেই গ্রেফতার করা হয় লালন শেখকে। তবে কী কারণে এই মৃত্যু তা জানা যায়নি এখনও।

উল্লেখ্য, গত ২১ মার্চ ২০২২ বোমা মেরে খুন করা হয় বীরভূমের রামপুরহাট এলাকার বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বগটুই গ্রাম জুড়ে সেদিন চলে হত্যালীলা। যা নিয়ে সমগ্র রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। ঘটনার পরদিন সকালেই সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তারাও সেখানে মারা যান। ২১ জুন সিবিআই উক্ত দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে চার্জশিট জমা দেয়। ঘটনার পর থেকেই ফেরার ছিল চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত লালন সেখ।বগটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মুল অভিযুক্ত। লালন সেখ নিহত ভাদু সেখের ছায়া সঙ্গী ছিলেন বলে জানা যায়।উল্লেখ্য ৩ ডিসেম্বর লালন শেখকে পাশের রাজ্য ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে সিবিআই এবং ৪ ডিসেম্বর রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । 

রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সোমবার মৃত্যু হয় লালন শেখের। সিবিআই ক্যাম্পের মধ্যে কিভাবে মারা গেল লালন সেখ তা নিয়ে ধোঁয়াশা।

লালন শেখের পরিবারের লোকজন মৃত্যুর খবর পেয়ে রামপুরহাট হসপিটালে হাজির হন। পরিবারের দাবি সিবিআই লালন সেখকে হত্যা করেছে। লালন শেখের মৃত্যুতে এলাকায় আবারও  শোকের ছায়া।

লালন সেখ-এর সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বীরভূম জেলা সভাপতি শৈলেন মিশ্র তার প্রতিক্রিয়ায় জানান যে, সিবিআই হেফাজতে লালন সেখ এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সেই সাথে বিচার বিভাগীয় তদন্তের দাবি এবং মৃত লালন সেখ এর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী কাল মঙ্গলবার গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির রাজ্য সম্পাদক রঞ্জিত সূর-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে উপরিউক্ত দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করবেন।

About Burdwan Today

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *