Breaking News

সিআইটিইউ-র দাবি দিবস

  

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নিরাপত্তা কর্মীদের জাতীয় দাবি দিবস উপলক্ষে ৩১ অক্টোবর দেশব্যাপী এবং ১ নভেম্বর সারা রাজ্যব্যাপী মহাধ্যক্ষের মাধ্যমে রাজ্যের শ্রম মন্ত্রীর কাছে দাবি পেশ করেন বর্ধমান ডিস্ট্রিক্ট সিকিউরিটি অ্যান্ড কো-ওয়ার্কমেন্স ইউনিয়ন। তাদের কয়েকটি দাবি হল, সিকিউরিটি কর্মীদের ন্যূনতম বেতন মাসিক ২৬ হাজার টাকা করতে হবে, কাজের সময় দৈনিক ৮ ঘন্টা  করতে হবে, সর্বত্র পিএফ,এসআই চালু করতে হবে, প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট ২০০৫ অবিলম্বে সারাদেশে চালু করতে হবে।

 এদিন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পূর্ত ভবন গেটে জমায়েত করে সিআইটিইউ-র কর্মী সমর্থকরা তাদের দাবি দাওয়া নিয়ে দলীয় পতাকা নিয়ে মিছিল করে সহশ্রম মহাধ‍্যক্ষের বর্ধমান সদর নর্থের কাছে তাদ দাবি পেশ করেন। 

এদিন ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমঃ ঘনশ্যাম সরকার, কমঃ বিকাশ আচার্য, কমঃ স্বপন রুইদাস, কমঃ গৌতম পাল,  কমঃ সেখ আইনাল এই পাঁচ জনের প্রতিনিধি দল সহ শ্রমাধ‍্যক্ষ সদর নর্থের সাথে দেখা করে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *