দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ চিকিৎসা শাস্ত্রে অভূতপূর্ব উন্নতির শর্তেও এখনও বহু মানুষ পড়ে আছে অন্ধকারে, ফলে ফের কুসংস্কারের বলি হতে হলো ৪ বছরের শিশুকে। রাতে বিষধর সাপে কামড়ে লক্ষ্মী হাঁসদার ৪ বছরের ছেলে সঞ্জয় হাঁসদা-কে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই একনং অঞ্চলের বোনকি গ্রামে। সকালে ছেলেকে নিয়ে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করতে যায় লক্ষী দেবী ও তার পরিবারের অন্যান্যরা।
এমনিতেই সময় অনেকটাই অতিবাহিত হয়েছিল বাড়িতেই তারপর শুধুমাত্র কুসংস্কারবশত ওঝার দ্বারস্থ হয়ে ছেলের মৃত্যুর প্রায় নিশ্চিত করেই হাসপাতালে গিয়েছিল লক্ষ্মী হাঁসদা। যথারীতি পরিণতি যা হবার তাই হয়েছে, হসপিটালে মৃত্যু হয় সঞ্জয় হাঁসদা-র। ইন্দাস থানার পক্ষ থেকে মৃত দেহটি ময়নাতদন্তের জন্যে বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়ছে।