পাপু লোহার, কাঁকসাঃ কাঁকসায় ধৃত ভুয়ো চিকিৎসককে সাতদিনের পুলিশি হেফাজতের পর বুধবার ফের মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে পানাগড় বাজারে একটি ডিসপেন্সারি খুলে সেখানে রোগী দেখতেন। দেবাশীষ পোড়ে নামের ওই চিকিৎসক কলকাতার বাসিন্দা। দীর্ঘদিন ধরে কলকাতার প্রয়াত এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে পানাগড়ে রোগী দেখতেন। মোট ৬ টি রোগের চিকিৎসা করার পাশাপাশি নিজেকে বিলেত ফেরৎ চিকিৎসক বলে দাবি করতেন।
গত এক বছর আগে এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি লিখিতভাবে জানান। এর পরেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করে গত মাসের ২৮ তারিখে মহকুমা আদালতে পেশ করলে। মহকুমা আদালতের বিচারক তাকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সাতদিনের পুলিশি হেফাজতের পর আজ ফের ওই ভুয়ো চিকিৎসককে মহকুমা আদালতে পেশ করা হয়।
Social