টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাতসকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমানের নবাবহাট। উত্তেজিত জনতা ভেঙে দেয় পুলিশের কন্ট্রোল রুমও। ভেঙে গুঁড়িয়ে দিল বেশ কয়েকটি বাইক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের নবাবহাট মোড়ে জাতীয় সড়কে। অভিযোগ পুলিশের তোলাবাজির জন্য এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।
এদিন সকালে এক সাইকেল আরোহী নবাবহাট মোড় থেকে দু’নম্বর জাতীয় সড়কে উঠছিলেন। সেই সময় দুর্গাপুরগামী একটি তেল ট্যাঙ্কার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু ওই সাইকেল আরোহীর। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসেন। তারা ক্ষোভ উগরে ভাঙচুর করে অস্থায়ী ট্রাফিক পুলিশ ক্যাম্প। ভাঙচুর চালায় ক্যাম্পে থাকা বেশ কয়েকটি বাইকও। পাশাপাশি উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন এক পুলিশ কর্মীও। এই ঘটনায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ আটকে পড়ে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও র্যাফ। এই দুর্ঘটনার জন্য স্থানীয়রা দায়ী করেছেন পুলিশকে।
Social