পাপু লোহার, গলসীঃ যে কোনো দানই মহৎ কাজ, অন্নহীনে অন্নদান, গৃহহীনকে আশ্রয়দান, তৃষ্ণার্তকে জল দান, সবই পুণ্যের কাজ । কিন্তু মুমূর্ষুকে রক্তদান- এর চাইতে বড় কর্ম এবং ধর্ম আর কিছু নেই। তাই রক্তদানের আরেক নাম জীবনদান। বর্তমানে প্রয়োজনের তুলনায় রক্তের পরিমাণ খুব অল্প ।
গলসী ২ নং ব্লকের সাটিনন্দী অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্তর্গত বেলগ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালের রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির বলে জানিয়েছেন সাটিনন্দী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল চৌধুরী। এদিন বেলগ্রাম প্রাথমিক বিদ্যালয় বেলগ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন তারমধ্যে মহিলাদের রক্তদানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অঞ্চল সভাপতি জানান আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসে গ্রামের গৃহস্থ মহিলারাও। এই রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসী ২নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজন মন্ডল , পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী, অঞ্চল সভাপতি কানাইলাল চৌধুরী , সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী কুইলে এবং যুব সভাপতি হেমন্ত পাল সহ এলাকার তৃণমূল কর্মীরা।