দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, না পাখি নয় এ এক হতদরিদ্র সামান্য সাইকেল মিস্ত্রী শেখ শামসুদ্দিন। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল দুর্বার নেশা, গলাতে ছিল সুরেলা সুর কিন্তু ছিল না পরিবারের অর্থ তাই শেখা হয়নি গান কিন্তু নেশা সে তো আর যাবার নয়।
এদিকে সংসারের হাল ধরতে করেছে একটি সাইকেল দোকান, কাজের ফাঁকে অবসর সময়ে সাইকেল দোকানে বসেই আপন মনে গেয়ে যায় গান, এতে খুশি হয় সাইকেল সারাতে আসা খদ্দেরেরা কারণ পুরোনো দিনের মন মুগ্ধকর গানতো আর সচরাচর শোনাই যায় না।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের শেখ শামসুদ্দিনের অভাব নিত্যসঙ্গী, সাইকেল সারিয়ে যেটুকু রোজগার হয় তা দিয়ে কোনোমতে চলে যায় সংসার। অনটনের মাঝে সমস্ত দুশ্চিন্তাকে দূরে সরিয়ে মাঝেমধ্যেই গেয়ে ওঠে বিভিন্ন পুরানো দিনের গান।
Social