সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমা, অল্পের জন্য প্রাণে রক্ষা

Burdwan Today
1 Min Read

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ  সাংসদ জগন্নাথ সরকার-এর গাড়ি লক্ষ্য করে বোমা, অল্পের জন্য প্রাণে রক্ষা সাংসদ এবং তার সহকর্মীরা। প্রসঙ্গত শনিবার বিকালে তিনি কল্যাণী সঙ্গম সিনেমা হলে “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমা দেখতে গিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। ফেরার পথে হরিণঘাটা ৭নম্বর শিমুলতলা এলাকায় হঠাৎ তাদের গাড়ি লক্ষ্য করে ক্ষিপ্র গতিতে ছুটে আসে একটি বোমা যা গাড়ির পেছনে লেগে বীভৎস আওয়াজ এবং আলো হয়ে যায় গোটা এলাকা।

 নিরাপত্তা রক্ষীবিহীন থাকার কারণে তার গাড়িতে  কয়েকজন দলীয় কর্মী ছিলেন। বেশ খানিকটা দূরত্বে গাড়ির গতি থামিয়ে তারা দুষ্কৃতীদের খুঁজে পাননি তবে পথচলতি এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তবে গাড়ির পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ জগন্নাথ সরকার ও তার দলীয় কর্মীদের কেউই আঘাতপ্রাপ্ত হন নি বলেই জানিয়েছেন তিনি। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন বোমটি সময়ের তারতম্যের জন্য গাড়ির কাঁচ ভেদ করে, গাড়ির ভেতরে চলে আসলে সকলেরই মৃত্যু ঘটতো। স্থানীয় হরিণঘাটা থানাকে এ বিষয়ে অবহিত করানোর জন্য এবং দুষ্কৃতীদের খুঁজে শাস্তি দেওয়ার লিখিত অভিযোগ জানানো হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *