টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১৯৭০ সালে ১৭ মার্চ যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বর্ধমানের সাঁই বাড়িতে, সেই ঘটনার ৫২ বছর বর্ষপূর্তিতে, আজ সাঁইবাড়ি চত্বরে অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা। সেই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ছিলেন এই পরিবারের বর্তমান সদস্য তথা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই।
এদিন সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে শ্রীমতি সাঁই বলেন , ১৯৭০ সালের সেই দিন সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচারে রক্তাক্ত হয়েছিল সাঁইবাড়ির প্রাঙ্গণ। সারাদেশ তোলপাড় হয়েছিল সেই ঘটনায়। আজও সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে আমি শিহরিত হই। সাঁইবাড়ির নিয়ে মুখ্যমন্ত্রী যে কমিশন গঠন করেছে আশা করি সেই কমিশনের রিপোর্ট দ্রুত বেরিয়ে দোষীদের শাস্তি হবে। এদিনের এই কর্মসূচিতে জেলা তৃণমূল নেতৃবৃন্দের ছাড়াও বর্ধমান পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।
Social