দেবনাথ মোদক, খাতড়াঃ সোমবার ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। তাই দেশজুড়ে এই দিনটি জাতীয় শিক্ষক দিবস পালিত হচ্ছে। বাঁকুড়ার খাতড়া সরকারি আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষক দিবস পালন করলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে । এদিন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী ও তার দর্শন নিয়ে আলোচনা হয়। বক্তব্যে উঠে আসে সমাজে শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সুমধুর সম্পর্কের বিষয়টি। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা গান, আবৃত্তি, নৃত্য সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উপস্থিত ছিলেন খাতরা সরকারি আইটিআই কলেজের প্রিন্সিপাল সিরাজ আলী খান ছাড়াও শিক্ষক তারাপদ দত্ত, সুকুমার নন্দী, মনি শংকর সৎপতি, তাপস কুমার মহান্তি সহ অন্যান্যরা।