Breaking News

সমাজের অনন্যা – ২০২২ সম্মানে সম্মানিত বর্ধমানের ৪০ মহিলা

 

অর্ঘ্য ব্যানার্জি, বড়শুলঃ মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বর্তমানে নারীরা পিছিয়ে নেই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। বিভিন্ন জায়গায় এই দিনটি বিশেষ ভাবে উদযাপন করা হয়। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকে বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে এলাকার ৪০ জন মহিলাকে “সমাজের অনন্যা-২০২২” সম্মানে সম্মানিত করা হয়। তাদের মধ্যে ছিল কেউ শিক্ষাবিদ, কেউবা নিত্য শিল্পী, কেউবা স্বাস্থ্যকর্মী আবার কেউবা গৃহবধূ এবং বিভিন্ন বিষয়ে কিংবা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলাদের এই সম্মানে সম্মানিত করা হয়। কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ জানান, আজ  এই দিনটিকে আমরা আমাদের বড়শুল কিশোর সংঘের কিশোর মঞ্চে এলাকার ৪০ জন মহিলাকে সমাজের অনন্যা-২০২২ সম্মানে সম্মানিত করলাম। প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান এভাবে করে যাবার চেষ্টা করব। এবছর প্রথম শুরু করে সংক্ষিপ্ত সময়ের প্রচেষ্টায় যেটুকু পেরেছি করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, বর্ধমান-২ তৃণমূল কংগ্রেস সভাপতি সৌভিক পান, বড়শুল পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, প্রধান সুস্মিতা সরেন, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস,  সহ বড়শুল কিশোর সংঘের সকল সদস্য-সদস্যরা।

About Burdwan Today

Check Also

কোজাগরীতে মধ্যবিত্তের পকেটের লক্ষ্মীতে টান!

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ শারদীয়া দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমার তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *