Breaking News

সময় মতো বিদ্যুৎ বিল জমা না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ সজল ধারা প্রকল্পের জল-সরবরাহ

টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগণাঃ সজল ধারা প্রকল্পে সময় মতো বিদ্যুৎ বিল জমা না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো বিদ্যুৎ দফতর। আর তাঁর জেরে সকাল থেকেই জল সরবরাহ বন্ধ উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার বিড়া বারুইপাড়ায়। ফলে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো গ্রামবাসীরা।

   ঘটনার জেরে এদিন দুপুরে উত্তেজনা দেখা দেয় এলাকায়, অশোকনগর থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে রাস্তা অবরোধ তুলে দেয়। তবে কি কারণে গ্রামবাসীদের ধার্য টাকা দেওয়ার পরেও জমা পরে নি  এবং বিদ্যুতের লাইন কেটে দেওয়ার আগে কেন একবার গ্রামবাসীদের কিছু জানানো হলো না এ নিয়ে উঠছে প্রশ্ন!

About Burdwan Today

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *