দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার ইন্দাস ব্লক প্রশাসনের পক্ষ থেকে আকুই দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় নাড়রা বাস প্রতীক্ষালয়ে এলাকার সাধারণ মানুষদের হাতে দুটি করে চারা গাছ ও জৈব সার তুলে দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপনের আহ্বান ও চারা গাছ বিতরণ করা হয় বিভিন্ন এলাকায়।
এদিন ইন্দাস ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষদের হাতে চারাগাছ তুলে দিয়ে সেই গাছ রোপনের আহ্বান জানানো হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করেন আকুই-২ পঞ্চায়েতের আধিকারিকেরা।