টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কাস্টশালী বনবীথি পক্ষী প্রেমী সংগঠনের তরফে কাস্টশালী হিরো অ্যাথলেটিক ক্লাবে শনিবার পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তাদের মূল বিষয় ছিল পরিবেশ, তার ওপরেই এদিনের এই অঙ্কন প্রতিযোগিতা।
সংগঠনের এক সদস্য তিনি জানান, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, কীভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়, প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ এবং পরিবেশে জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষাতেই আজকের এই উদ্যোগ। সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচী, সহ বিশিষ্টজনেরা। এদিন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের কী ভূমিকা, পূর্বস্থলীর চুপির চরে প্রতি বছরই হাজির হন পরিযায়ী পাখিরা, জীববৈচিত্র নিয়ে তাদের কী ভূমিকা, সে বিষয়ে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণকারী ছোট্ট ছোট্ট কচিকাঁচা ও ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন চন্দননগর থেকে আসা পরিবেশবিদরা।
Social