Breaking News

সংগঠনকে আরও শক্তিশালী করতে ও কর্মীদের মনোবল বাড়াতে পদযাত্রায় হাঁটলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার

  

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সামনে পঞ্চায়েত নির্বাচন জেলার বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ও কর্মীদের মনোবল বাড়াতে এবং রাজ্যজুড়ে শাসক দলের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন নদীয়ার কল্যাণী সতী মা মন্দির থেকে অনুকূল মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পদযাত্রায় হাঁটলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। তারই মধ্যে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে এক প্রতিবাদ সভাও করলেন সুকান্ত মজুমদার সহ জেলার অন্যান্য বিধায়করা।

নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর আক্রমণের প্রতিবাদে ও সম্প্রতি কল্যাণীর সরকারি জমিতে বিজেপির একটি পুরাতন দলীয় কার্যালয় উচ্ছেদকে কেন্দ্র করে পৌর কর্মীদের সঙ্গে বিবাদের সৃষ্টি হয় নেতৃত্বের। এমনকি দলের এক স্থানীয় নেতৃত্বর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ ওঠে। পাশাপাশি অভিযোগ ওঠে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও তারই বিরুদ্ধে এদিনের এই কর্মসূচি।

About Burdwan Today

Check Also

মুখ্যমন্ত্রীর নার্ভ ফেল হয়ে গেছে, যা মন্তব্য করেছেন তা অমানবিক-অগণতান্ত্রিক : মিনাক্ষী মুখার্জি

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মুখ্যমন্ত্রীর ‘ফোঁস’ মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বর্ধমানে এসে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *