প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম শুভ জন্মোমৎসব তৎসহ ৪১তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় রবিবার বর্ধমান দু’নম্বর ব্লকের গাংপুর সংলগ্ন স্বস্তিপল্লী সৎসঙ্গ মন্দিরে। এই উৎসব উপলক্ষে সারাদিনব্যাপী নানান মাঙ্গলিক বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে মহাসমরহে উদযাপিত হয় এই উৎসব।
মাঙ্গলিক বিচিত্রানুষ্ঠানের মধ্যে ছিল নহবৎ, ঊষা কীর্তন, সমবেত বিনতি প্রার্থনা, নাম জপ, শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ, সাধারণ সভা স্থানীয় শিল্পীদের সঙ্গীতাঞ্জলি সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান।
উৎসব শুরু হয় এদিন সকালে ঊষা কীর্তন এর মধ্য দিয়ে এর পরে সাড়ে দশটায় এক নগর কীর্তন বের হয় যেখানে বহু ভক্ত পা মেলান। বহু দূর-দূরান্তের ভক্তরা সৎসঙ্গ মন্দিরে এসে উপস্থিত হন উৎসবে সামিল হতে।
পাশাপাশি এই আয়োজনে অগনিত মানুষের মধ্যে ভান্ডারা পরিবেশন করা হয় এবং এখানে দীক্ষার ব্যবস্থাও থাকে। এদিন যেন এই উৎসব এক মিলনমেলায় পরিণত হয়।
Social