পাপু লোহার, কাঁকসাঃ রবিবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবিপক্ষের সূচনা। তাই এই পুন্য লগ্নে কাঁকসার গড় জঙ্গলের প্রাচীন শ্যামারূপা মন্দিরে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। কাঁকসা পঞ্চায়েতের পূর্ত দপ্তরের কর্মাধক্ষ গত বিধানসভা নির্বাচনের আগে দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, যাতে প্রদীপ মজুমদার বিপুল ভোটে জয়ী হন। দেবীর আশীর্বাদে দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে জয়ী হন প্রদীপ মজুমদার। এরপর গত কয়েকমাস আগেই রাজ্যের মন্ত্রী হন তিনি। তাই রবিবার মহালয়ার দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মানুষের মঙ্গল কামনায় মহাযজ্ঞের আয়োজন করা হয় কাঁকসার গড় জঙ্গলে অবস্থিত শ্যামারূপা মন্দির প্রাঙ্গনে।
এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, কাঁকসা ব্লক তৃনমূলের সভাপতি ভবানী ভট্টাচার্য, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, কাঁকসা ব্লক তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার, তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল, সহ বিশিষ্ট জনেরা।
প্রদীপ মজুমদার জানান, ‘অতিমহামারীকে পেছনে ফেলে অনেকটাই স্বাভাবিক হচ্ছে জন জীবন। বাংলায় জন জীবন স্বাভাবিক হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ্যতা কামনার পাশাপাশি রাজ্যের মানুষের মঙ্গল কামনায় আজকের যজ্ঞের আয়োজন। মহালয়া মানেই দেবীর আগমনের বার্তা এনে দেয়। এরপরই সকলে মেতে উঠবেন দুর্গাপুজোর আনন্দে। তবে, এবছরের পুজোর আনন্দের মাত্রা একটু বেশিই থাকবে।
Social