টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রুপ এবং মহাশক্তির অ়ংশ বিশেষ। তিনি নব দুর্গা নামে পরিচিত। দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। জলপাইগুড়িতে ভট্টাচার্য পরিবার সূচনা করেছিলেন বাংলাদেশের ঢাকায়। এই বছর ৭৬তম পদার্পণ করল এই পুজো।
৭৬ বছর আগে ঢাকা জেলার মানিকগঞ্জ সাব ডিভিশনের অন্তর্গত ফুলিয়াগ্রামের বাসিন্দা ছিলেন অমরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য। তিনিই শুরু করেছিলেন দুর্গার আরেক রূপ কাত্যায়নী পুজো। স্বাধীনতার পর ভট্টাচাৰ্য পরিবারের সদস্যরা এই পুজো করে আসছেন জলপাইগুড়িতে।
পরিবারের ঐতিহ্য মেনেই এবারও ভট্টাচাৰ্য পরিবার করছেন কাত্যায়নী পুজো। যার সূচনা হলো ৩০ শে নভেম্বর। দুর্গা পুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী পূজিত হন দেবী কাত্যায়নী।
সকাল থেকেই পাড়ার বাসিন্দারা সহ অন্যান্য জায়গার মানুষ দেখতে আসেন এই পুজো। দুর্গা পুজোর মতো একই নিয়ম। আজ মহাষষ্ঠী। এরপর একভাবেই সপ্তমী অষ্টমী নবমী দশমী সবটাই দূর্গা পুজোর মতনই হবে।