টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ভোটার তালিকা সংশোধন কর্মসূচি ২০২৩ এর প্রচার শুরু করা হলো বুধবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর থেকে। এদিন একটি ট্যাবলো গাড়িতে করে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ভোটার তালিকা সংশোধন ও বিভিন্ন বিষয়ে অবগত করা হবে। এদিন সিটিসেন্টারের মহকুমাশাসকের দপ্তরের সামনে থেকে তারই শুভ উদ্বোধন করেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সৌরভ বিশ্বাস সহ আরও অনেকে।
এই কর্মসূচি চলবে ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর। এর মাধ্যমে ভোটার কার্ডে বিভিন্ন রকম ভুল সংশোধনের জন্য একাধিক নম্বর যুক্ত ফর্ম ব্যবস্থা করা হয়েছে তা ওই ট্যাবলোতে ফ্লেক্সে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মাইকিং করেও প্রচার চলবে।